Post# 1559568910

3-Jun-2019 7:35 pm


আজকে আমাবস্যা হয়েছে বাংলাদেশ সময়ে বিকাল ৪ টায়। আর্থাৎ ঐ সময়ে চাদ সূর্যকে অতিক্রম করে "নতুন চাদ" হয়েছে।

এখানে আছে এর সময় বিস্তারিত।
https://www.moongiant.com/fullmoons/2019/

আর মালিতে চাদ দেখেছে গতকাল সন্ধায়। আর্থাৎ দুনিয়া ব্যপি আমাবস্যা হবার এক দিন আগে।
https://www.facebook.com/dr.taraki/posts/1052897174899829

এই ধরনের ঘটনা খুবই কমন। এগুলো জেনেই আমরা চাদ দেখার প্রেডিকট করি। যার সাথে "দেখার" যত না সম্পর্ক তার থেকে বেশি হলো "কে কখন দেখতে চায়" তার সম্পর্ক বেশি।

আমরা এর আগে কোনো বছর ৬ দিন ব্যাপি রোজার ঈদও দেখেছি। অর্থাৎ আমাবস্যার ৩ দিন আগে কোনো দেশে চাদ দেখার ঘোষনা এসেছে, আমাবস্যার পরে ৩ দিন পর্যন্ত কোনো না কোনো দেশে দেখার ঘোষনা চলেছে। সর্বশেষ দেশ ছিলো বাংলাদেশ ৬ষ্ঠ দিনে একা। ভারত-পাকিস্তানে এর আগের দিন ঈদ হয়ে গিয়েছিলো।

    Comments:
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10156394727063176

3-Jun-2019 7:35 pm

Published
3-Jun-2019