Post# 1559240127

31-May-2019 12:15 am



খুজতে গিয়ে দুই বছর আগের পোষ্ট পেলাম। তখন লিখেছিলাম :

মাঝে আখিরুজ্জামানের হাদিসগুলো নিয়ে কিছু লিখছিলাম -- মার্কড হয়ে গেলাম।

এর পর ফিতনা নিয়ে -- আবার মার্কড।

সাইন্স নিয়ে পড়লাম -- "এই লোক হলো বিজ্ঞানমনস্ক, শুধু অংক বুঝে।"

লিখলাম মাজহাবগত পার্থক্য -- "উনি শুধু ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে থাকেন।"

Logical fallacy, astronomy এগুলো নিয়ে কিছু বলার পর আর বেশি বলার সাহস করিনি। কে আবার কি মনে করে বসে। :V

এখনও কিছু বলার আগে ১০ বার চিন্তা করে বলতে হয়।

যারা বলেন, এই ভাবে দশ রকম বিষয়ে পোষ্ট দেই কেন? তাদের উত্তর উপরে। :V

https://www.facebook.com/habib.dhaka/posts/10154827503328176


উপরের পোষ্টের পরে এই বছর তাসাউফ নিয়ে কিছু লিখেছিলাম : ফলাফল, "... সেলফ কলড সুফি"

শেষে এখন অধিকাংশ পোষ্ট ইংরেজিতে দিয়ে দেখছি কি হয়। এখনো সব ঠান্ডা। মনে হয় এটাই এখন ফেসবুকের জন্য নিরাপদ :-)

যারা চিন্তা করছেন ইদানিং পোষ্ট ইংরেজিতে দিচ্ছি কেন। :-D

31-May-2019 12:15 am

Published
31-May-2019