Post# 1559140214

29-May-2019 8:30 pm


"মসজিদে আমাকে খাওয়া দিয়ে যাবার মতো কেউ নেই, আবার আমাদের মসজিদে টয়লেট নেই, ওজুখানাও নেই। তাই আমার ইতিকাফ করার কোনো উপায় নেই। ঠিক?"

না ভুল। বাসায় এসে খেয়ে শেষ করে এর পর মসজিদে যাবেন। টয়লেটের প্রয়োজন হলেও বাসায় চলে আসবেন। ওজু করার দরকার হলেও তাই।

"তাতে কি এতেকাফ থাকবে?'

থাকবে।

"কিন্তু দুর্বল হয়ে যাবে নিশ্চই? কম সোয়াবের। ভাঙ্গাচুরা?"

না। পূর্ন। কারন রাসুলুল্লাহ ﷺ এভাবে এতেকাফ করতেন। বাসায় এসে খেয়ে, টয়লেট, ওজু।

পথে বা বাসায় এই প্রয়োজনগুলো বাদে অন্য কোনো কাজের জন্য অপেক্ষা করা বা দেরি করা যাবে না।

"এটা কি আপনি নিজে বানিয়ে বলছেন?"

না। হানাফি অবস্থান বলছি। হানাফি-দেওবন্দি মত।

কেউ এই বিষয়ে দ্বিমত করে থাকলে জানাবেন।

29-May-2019 8:30 pm

Published
29-May-2019