সবার থেকে "ভালোটা" নেবার ধারা ধরে সালাফিদের থেকেও অনেক কিছু আমি গ্রহন করেছিলাম গত ২০ বছরে, যেগুলো ঘুরে ঘুরে আবার ফিরে আসছে হানাফি ধারায়।
১
যেমন এখন "চাল-গম দিয়ে ফিতরা দেওয়া উচিৎ। টাকা দিয়ে না।" এটা কিছু বছর ধরে অনুসরন করে যখন দেখি ফকিররা সেই নিয়ে সংগে সংগে দোকানে অর্ধেক দামে বিক্রি করে টাকা নিচ্ছে, তখন বন্ধ করে দিয়েছে। ফিরে এসেছি আবার টাকা দিয়ে ফিতরা দেয়ার ধারায়।
২
এরকম আরো কিছু ছিলো : যেমন নামাজে দাড়ালে "পায়ের খাড়ুর সাথে খাড়ু পাশের জনের খাড়ু লাগবে"। এটা অনেক বছর ধরে চর্চা হতো এখন সালাফিদের একটা বড় অংশ ফিরে আসছে এ থেকে। তাদের মতে এটা "লিটারেলি" করতে হবে না। যদিও এক সময় এর উপর প্রচন্ড জোর দেয়া হতো।
৩
এর সাথে আছে জুম্মার দিনের দুই আজান