ইমাম সাহবে ফজরে সুরা বালাদ পড়েছেন। কিন্তু "উলাইকা আসহাবুল মাইমানা" এর জায়গায় "আসহাবুল মাশআমা" পড়ে নামাজ শেষ করেছেন। কোনো সমস্যা?
মাসলা হলো যদি তিলওয়াতে এত ভুল হয় যে অর্থ উল্টে যায়, তবে নামাজ হবে না। আবার পড়তে হবে।
এখানে সম্ভবতঃ অর্থ উল্টে গিয়েছে। নামাজ দোহরাতে হবে?
এখন আমার করনীয় কি?
বস্তুতঃ এটা "বেশি জানি" আর "কম জানি" এর দ্বিমূখি সংঘর্ষের ফলাফল।
"কম জানতাম" তবে আর সবার মতো ইগনোর করে যেতাম।
"বেশি জামতাম" তবে কি করতে হবে সেটাও জানতাম।
কিন্তু আমার মতো এই সব আধা-জানা ওয়ালাদের জন্য আজকে ইসলামের এই অবস্থা - feeling like নেটিজেনদের এই দাবিটা সম্ভবতঃ মিথ্যা না। :-)
শেষে একা নামাজ আবার পড়ে মসজিদ থেকে আসলাম। নয়তো খুত খুত লাগতো। মাসলা এড়াতে থাকলে শেষে সব মাসলাই এড়ানো আরম্ভ হয়ে যায়। উল্টোদিকে বেশি হই চই করলে, ছোট খাটো ব্যপার নিয়েও হই চই আরম্ভ হয়ে যায়।
দোটানা।