Post# 1558459847

21-May-2019 11:30 pm


ঈদের চাদ :

সৌদি মধ্যপ্রাচ্যে ৪ তারিখে ঈদ হবে ২৯ রোজা শেষে। ৮০% সম্ভাবনা।
সে ক্ষেত্রে বাংলাদেশে পর দিন ৫ তারিখে ঈদ।
৫ তারিখের চাদ যেহেতু একেবারে চিকন হবে তাই এক্সট্রিম কেইসে সেদিন চাদ দেখার ঘোষনা নাও আসতে পারে। সে ক্ষেত্রে সৌদির দুই দিন পরে ৬ তারিখে ঈদ।

ভারত পাকিস্তানে ২৯ রোজা শেষে ৫ তারিখ ঈদ হবে ইনশাল্লাহ।

আর সৌদিতে কোনো কারনে যদি ৪ তারিখে ঈদ না হয়ে ৫ তারিখে হয় [২০% সম্ভাবনা] তবে বাংলাদেশে ৫ তারিখে ঈদ হবার ঘোষনা আসবে না। তখন সৌদির পরদিন ৬ তারিখে ঈদ হবে।

উল্লেখ্য এবার ঈদের চাদের অবস্থান হবে এই শাবান মাসের চাদ যে অবস্থানে ছিলো প্রায় সেখানে। তাই হই হট্টোগোলের সম্ভাবনা আছে।

গত শাবান মাসে সৌদির ২ দিন পরে বাংলাদেশে চাদ দেখার ঘোষনা এসেছিলো।

https://habibur.com/moon/1440-10/

    Comments:
  • FAQ : "কোনটা করবো?"
    উত্তর : প্রেডিকশন নিয়ে আবার "কোনটা করবো" প্রশ্ন আসে কি করে? যখন চাদ দেখা যাবে তখন সেটা করবেন।

    "আমি এই সব প্রেডিকশন পছন্দ করি না।"
    আপনার ব্যপার। তাতে আমার কি?

    "এগুলো কি জায়েজ?"
    নিজের আলেমদের জিজ্ঞাসা করে যেটা জানবেন সেটা নিজে অনুসরন করুন। আমি ফতোয়া দেই না। আমার পছন্দের আলেম ছাড়া অন্য কারো থেকে ফতোয়া নেই না।

    বাকিদের জন্য : cheer up :-)

  • পাকিস্তানের ভিসা বন্ধ। "আফগান চলে যান" বলা যেতে পারে।
  • Updated the post with new info. Now more details.

21-May-2019 11:30 pm

Published
21-May-2019