শহরের অভিযাত এলাকার বড় মসজিদগুলোতে ইতেকাফ করার অনেক সুবিধা করে দেয়া হয়েছে। আপনি নির্দিষ্ট কিছু টাকা দিলে তারা খাবার ব্যবস্থা করে দেবে। সবই অর্গানাইজড।
কিন্তু সমস্যা আছে : আপনি আপনার ইচ্ছা মতো শুয়ে থাকতে পারবেন না। তারা আমলের রুটিন বাতলে দেবে "ঐ সময়ে অমুকের সেই বিষয়ের উপর লেকচার" "সেই সময়ে সেই আমল" আপনাকে সেই রুটিন মাফিক চলতে হবে।
অধিকাংশ মানুষ এগুলোতে কোনো সমস্যা পায় না। খুশি হয়। বেশি সোয়াব।
আর আমি শুধু এই কারনে এই মসজিদগুলোর কোনোটাতে ইতেকাফে বসতে পারি না।