Post# 1558170475

18-May-2019 3:07 pm


মৃত্যুর পরে যাকে যেখানে কবর দেয়া হয়, তাকে সেই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিলো। একটা হাদিস। জয়িফ নাকি মওজু জানি না।

এর পর : যাকে যে এলাকার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার স্বভাব চরিত্রও সেই মাটির মতো হয়।

তাই কারো "দেশের বাড়ি কোথায়?" বা "জন্ম কোথায়?" এটা দিয়ে তার স্বভাব বুঝা যাবে না। তার কবর কোথায় সেটা দিয়ে বুঝা যাবে।

কিন্ত তার কবর কোথায় হবে সেটা তার মৃত্যুর আগে বুঝার উপায় নেই।

৫ ভাইয়ের ৫ জনের স্বভাব পাচ রকম। কে জানে হয়তো ৫ জনের কবর ৫ জায়গায় হবে। যদিও জন্ম সবার এক জায়গায়।

তবে অধিকাংশ ক্ষেত্রে যার জন্ম যে এলাকায় তার কবরও হয় সে এলাকায়। তাই জেলা ভিত্তিতে স্বাভাব চরিত্রে মিল থাকে।

Just a thought.

18-May-2019 3:07 pm

Published
18-May-2019