Post# 1558159284

18-May-2019 12:01 pm


সমাজে পরিবর্তন আসছে। আজকে দেখলাম বাচ্চাদেরকেও অর্থ বুঝে কোরআন মুখস্তের দিকে ঝোক বাড়ছে। এর ভাল ইফেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। বাচ্চারা নিজেদের মাঝে তর্ক করছে, "এই বিষয়ে আয়াত ঐ খানে" "এই বিষয়ে আয়াত এই সুরায়"। সংগে দ্বিনের চর্চা হচ্ছে। এবং হাফেজদের মাঝে পদচ্যুতির যে মাত্রা ছিলো সেটা কমে আসছে।

এর আগেও কোরআন শরিফের চর্চা ছিলো। কিন্তু সেটা ছিলো "তফসিরের" চর্চা হিসাবে। অর্থ বুঝার না। "তফসির"কে ধরা হতো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন। এবং তফসিরের সময়ে যার যার মতাদর্শের প্রচার চলতো।

আমার কাছে মনে হতো তফসিরটা তাদের মূখ্য না। মতাদর্শের প্রচারটাই মূখ্য। এবং তফসিরকে সামনে রাখা হচ্ছে দলের মতাদর্শের প্রাচারের জন্য।

এখনো নেটে তাই আছে। দল বদল হয়েছে। নতুন নতুন দল এসেছে। নতুন নতুন আইডলজি। কিন্তু তাদেরও ফোকাসও তফসির করে বুঝানোর দিকে।

ফোকাস দিতে হবে তফসির ছাড়াই অর্থ বুঝার দিকে।

  • বাচ্চারা বেসিক জিনিসগুলো শিখতে পারবে।
  • একেক আয়াতের উপর লম্বা লম্বা কথা দ্বারা সময় নষ্ট কম হবে।
  • প্রতিদিন তিলওয়াতের সময় সব মূল কথাগুলো বার বার স্বরনে আসবে।
  • দ্বিনের উপর চলা সহজ হবে।
  • মুখস্ত করা সহজ হবে।
  • মুখস্ত রাখা সহজ হবে।

    আল্লাহ তায়ালা যেন আমাদের সামনে এগুতে সাহায্য করেন।

    18-May-2019 12:01 pm

  • Published
    18-May-2019