"রোজা অবস্থায় ইংজেকশন নিলে রোজা ভাঙ্গবে কিনা?"
এ ব্যপারে মত :
রাজারবাগী এবং সম্ভবতঃ বেরলভী সবাই : ভাঙ্গবে।
দেওবন্দি মত : ভাঙ্গবে না।
"ইনহেলার নিলে ভাঙ্গবে?"
দেওবন্দি : ভাঙ্গবে।
সালাফি : ভাঙ্গবে না।
"আই ড্রপ?"
দেওবন্দি : ভাঙ্গবে না।
"সেলাইন নিলে?"
সালাফি : ভাঙ্গবে।
দেওবন্দি : ভাঙ্গবে না।
"ব্লাড টেষ্টের জন্য রক্ত দিলে কি রোজা ভাঙ্গবে?"
না, ভাঙ্গবে না। এবং রোজার কোনো ক্ষতি হবে না।