Post# 1557735521

13-May-2019 2:18 pm


সূর্যাস্তের সময় আর ইফতারির সময় নিয়ে একটা পোষ্ট লিখেছিলাম। কিন্তু এখানে সাইন্টিফিক ফ্যেক্টগুলো উল্লেখ করেছিলাম। কোনো ফতোয়া দেয়া হয় নি।

তাই "কোন সময় ইফতার করবো?" এটা আপনার মাজহাব-মানহাজের ব্যপার। আপনারটা আমার উপর চাপানোর কোনো কারন নেই। বা আমিও আপনাকে আমার সময় মতো ইফতার করতে বলছি না। আপনার ভালো-মন্দ আপনি যতটুকু বুঝেন ততটুকু অনুসরন করবেন।

দ্বিতীয়তঃ এটা লিখেছিলাম মূ‌লতঃ হানাফিদের জন্য। সালাফিতে এই সংক্রান্ত ফতোয়ার ভিন্নতা আছে।

সালাফিতে : "তাড়াতাড়ি ইফতার করার জন্য ডুবার কিছু আগেও যদি কেউ ইফতার করে ফেলে তবে সমস্যা নেই কারন রাসুলুল্লাহ ﷺ একবার এরকম করেছিলেন।"

বা,

হানাফিতে : "নিশ্চিৎ হয়ে ইফতার করতে হবে আগে করে ফেললে রোজা আবার কাজা করতে হবে"

এ ধরনের ফতোয়ার জন্য যার যার আলেমদের সংগে যোগাযোগ করুন।

এধরনের কোনো ফতোয়াতে আমার কোনো আপত্তি নেই। পার্থক্য আছে। এটা জেনেই আমি চলার চেষ্টা করি।

জাজাকাল্লাহ।

    Comments:
  • https://www.facebook.com/notes/10154966409594167/

13-May-2019 2:18 pm

Published
13-May-2019