প্রবাসি বাংগালিদের জন্য সতর্কতা : বাংলাদেশ থেকে কোনো কাজের লোক, মানে গৃহকর্মি, নেয়ার কথা ভুলেও চিন্তা করবেন না।
আপনি জেলে যাবেন, পত্রিকায় আপনার হাতকড়া পরা ছবি আসবে, বাচ্চারা কান্না করবে, আপনার পাসপোর্ট ভিসা রেসিডেন্সি সব বাতিল হবে।
আপনি হা হুতাসা করতে থাকবেন -- কেন এই ভুল করলেন।
কয়েকদিন আগে আমেরিকায় বাংলাদেশ এম্বাসির এক লোক এই কাজ করেছে। আজকে খবর নিউজিলেন্ডের এক ব্যবসায়ি। এর আগে ভারতের এক উচ্চপদস্থ নারী এম্বাসেডর আমেরিকায় এভাবে ধরা খেয়ে জেলে গিয়েছে।
শুধু ঐ লোক আপনার বাসা থেকে বেরিয়ে পুলিশকে রিপোর্ট করলেই হলো "আমাকে বেতন কম দেয়, খাটায় বেশি" -- আপনি শেষ।
আর বেতন যদি কম না দেন তবে দেশ থেকে লোক নেবার দরকার কি? স্থানীয়দের দিয়ে কাজ করান। "স্থানিয়দের রেট বেশি?" -- এটাই প্রমান যে আপনি দেশে থেকে যাকে নিয়ে যাচ্ছেন তাকে কম বেতন দিচ্ছেন।