"একজন বিশাল কোটিপতি। ২০০ কোটি টাকার ইন্ডাষ্ট্রি আছে। কিন্তু ব্যংকে তার ৩০০ কোটি টাকার লোন আছে। তাকে কি জাকাত দেয়া যাবে?"
উম। মনে হয় দেয়া যাবে। ঠিক?
"একজন বিধবা। স্বামির সম্পদ বিক্রি করে ২০ লক্ষ টাকা নিয়ে ব্যংকে রেখে সেটা থেকে মাসে মাসে সামান্য কিছু সুদ পায়। তা দিয়ে সংসার চালায়। কিন্তু ৩ সন্তান নিয়ে তার আর চলে না। খুবই অভাবের সংসার। তাকে জাকাত দেয়া যাবে?"
না দেয়া যাবে না। সে সুদ খায় কি খায় না সে জন্য না। বরং তার ২০ লক্ষ টাকা জমা আছে তাই তাকে দেয়া যাবে না।
- Comments:
- "কোটা" বলে কথা। অবিশ্বাস্য কিছু না।