প্রসংগ : "কুকুর"
পশ্চিমাদের আমরা যেহেতু অনুসরন করতে পছন্দ করি, তাই পশ্চিমাদের রিতি নিতি বলছি।
"আমি কুকুর পছন্দ করি। রাস্তার কুকুরদের খাওয়া দেই।"
পশ্চিমা নিয়ম হলো আপনি কুকুর পছন্দ করলে নিজে পালবেন। রাস্তা থেকে ধরে এনে নিজের কাছে রাখবেন। গলায় বেল্ট পরিয়ে রাখবেন আপনার নাম-পরিচয় লিখে যেন কেউ খুজলে আপানাকে পেতে পারে।
কিন্তু এর পর ঐ কুকুর যদি কারো ক্ষতি করে তবে আপনি দায়ি। ঠিক মতো ভেক্সিন আর খাবার দিয়ে রাখতে হবে। নয়তো আপনি অপরাধি।
"রাস্তার কুকুরদের খাওয়া দেই, এটা নিশ্চই ভালো?"
পশ্চিমা বেশির ভাগ শহরে রাস্তার কুকুরদের খাওয়া দেওয়া নিষেধ। এমন কি রাস্তায় যে মানুষেরা থাকে তাদেরকেও খাওয়ানো নিষেধ। যাদের আমরা গৃহহীন বলি। কেন? কারন এরকম করলে এদের সংখ্যা বাড়তে থাকবে।
"তবে তারা খাবে কই?"
এদের জন্য আলাদা আশ্রয় শিবির আছে। সেখানে নিয়ে যেতে হবে।
"কুকুরদের জন্যও আশ্রয় আছে?"
আছে। কিন্তু যত কুকুর-বিড়াল সেখানে নিয়ে আসে তার ৯৫% মেরে ফেলা হয়। বাকিগুলো কেউ না কেউ এসে নিজের ঘরে রাখার জন্য নিয়ে যায়। এই ৯৫% কে মেরে ফেলার কাজটা করে PETA. যারা কুকুর রক্ষার আন্দোলন করে। তাদের নিজেদের আশ্রয় শিবির আছে যেখানে কুকুরদের আশ্রয় দেয়। তিন মাস রেখে দেখে ঐ কুকুর কেউ পালিত করার জন্য নেয় কিনা। অল্প কিছু নেয়। অধিকাংশই নেয় না। বাকি সবগুলোকে মেরে ফেলে।
- Comments:
- FAQ : "আপনি যা বললেন সেটা ঠিক না। আমি ____ তে থাকি। সেখানে নিয়ম হলো ____"
উত্তর : আমার কথাগুলোর মূল থিমটা যদি ঠিক থাকে বড় সংখ্যক ক্ষেত্রে তবে সব এক্সেপশনগুলো লিখা শর্ত না।