Post# 1557614613

12-May-2019 4:43 am


মুসলিমরা কুকুর পালন করে না।
কুকুর রক্ষা আন্দোলন করে না।

পশ্চিমারা করে। সেখান থেকে শিখে আমরাও করি। যেমন PETA.

কিন্তু বিলাতিরা নিজেরা একটা ব্যলেন্স রেখেছে। সাধারন পাবলিক রাস্তার কুকুর ধরে ethical treatment হিসাবে আশ্রমে দিয়ে আসে। আশ্রম এদের ৯৫% ethically মেরে ফেলে। সমস্যা শেষ।

আমেরিকানদের সুন্নাহ আমরা অনুসরন করি। আমরা তাদের বাহিরেরটা করি। বৌ-পরিবার নিয়ে কুকুর রক্ষা আন্দোলনের মিছিল করি রাস্তায়। আদালতের আদেশে কুকুর নিধন নিষিদ্ধ করি। কিন্তু আমেরিকানদের পরের সুন্নাহ গুলো দেখি না।

তাই ঢাকার যে রাস্তায় আগে সারা জীবন ৬টা কুকুর দেখে এসেছি সেখানে এখন ৬০টা। প্রতি বছরই বাড়ছে। সমাধান নেই। আদালতের নিষেধাজ্ঞা আছে। ইসলামিষ্ট-সুধি এদের আন্দোলনও আছে।

পরিচিত একজন আইসিডিডিআরবিতে টিকা নিতে গিয়ে দেখে ৫০ জনের লাইন। সবাই কুকুরের কামড় খেয়ে টিকা নিতে এসেছে। প্রতিদিন আসে এই সংখ্যায়।

সমাধান নেই।

    Comments:
  • ^ no problem.

12-May-2019 4:43 am

Published
12-May-2019