কল ডাইভারশন প্রতারনা :
কিভাবে?
পথে আপনার সাথে অপরিচিত কেউ খাতির পাতিয়ে বলবে "ফোনটা দিন একটা জরুরি কল করবো। আমার চার্জ শেষ।"
ফোন নিয়ে টিপে সে কল ডাইভারশন চালু করে দেবে। আপনার মোবাইলে কল আসলে সেটা তার মোবাইলে চলে যাওয়ার অপশন। এটা সব অপারেটরে করা যায়।
এর পর আপনার ফোনে আপনার আত্মিয় কেউ কল করলে সে বলবে "উনি তো এক্সিডেন্ট করে হাসপাতালা। জরুরি টাকা লাগবে। ২০০০ টাকা বিকাশ করে দিন।" বা "তাকে আমরা আটকে রেখেছি। ৫০ হাজার টাকা পাঠান নয়তো খুন করে ফেলবো।"
সাবধানতা?
নিজের ফোন অন্য অপরিচিত কাউকে কল করতে দিবেন না। জরুরি মনে করলে আপনি কল করে তার হাতে দিয়ে ফোন নামানো মাত্র তার হাত থেকে আপনার ফোন কেড়ে নিন। কোনো অবস্থায় তাকে টিপতে দিবেন না।
এবং আপনি নিজে আপনার পরিচিত কাউকে কল করলে, অন্য দিকে অন্য কেউ ধরে যদি বলে "সে হাসপাতালে এক্সিডেন্ট করেছে", তবে কোনো টাকা বিকাশ করবেন না। টাকা না পাঠিয়ে খবর নিন।
লিংকস?
রিসেন্ট ঘটনা :
https://www.mzamin.com/article.php?mzamin=171887
আগের ঘটনা :
http://www.doinikbarta.com/2016/04/03/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87/
বিদেশেও :
https://krebsonsecurity.com/2019/05/nine-charged-in-alleged-sim-swapping-ring/
কিভাবে কল ডাইভার্ট চালু করতে হয় তার নিয়ম :
https://trickbd.com/uncategorized/305006
রবির সাইট থেকে ডাইভার্টের নিয়ম :
https://www.robi.com.bd/bn/personal/vas/call-waiting-forward-divert-holding