Post# 1557395051

9-May-2019 3:44 pm


মাত্র ৬ বছর আগে আমি মডারেট ছিলাম।


ছুন্নি ভাইদের সাথে মিলাদ কিয়াম।
দেওবন্দিদের থেকে মাসলা-মাসায়িল।
আহলে হাদিসদের থেকে দলিল-হাদিস।

জিহাদি, জামাতি, চরমোনাই কাউকেই খারাপ মনে করতাম না।
সবার জন্যই সিমপেথি। যে কেউ আঘাত পেলে কষ্ট পেতাম। বিজয়ে খুশি হতাম।

সবার ভালোগুলো চোখে পড়তো। খারাপ গুলো ইগনোর করে যেতাম।

এর পর ফেসবুক আসলো।

এখন আমি জানি বেশি।
সবার মন্দগুলো বিশাল করে দেখি।
ভালোগুলো হারিয়ে গিয়েছে মন্দের নিচে।


এক হিন্দু ভাইয়ের কনভার্শনের কাহিনি দেখছিলাম নেটে।
এক রোগ। অনেক তন্ত্র মন্ত্র টাকা খরচ করলো।
কোনো লাভ হলো না।

এর পর মোকসুদুল মু'মিনিন নামে একটা বই উনার হাতে আসে।
সেখানে একটা দোয়া পায়, নাম আয়াতুল কুরসি।
বাংলায় উচ্চারন দিয়ে লিখা।

ঐ বাংলা উচ্চারন পড়ে তদবির করে। রাতারাতি ফল।

এর কিছু দিন পরে সে মুসলিম হয়ে যায়।


এখন এই কাহিনি দেখলে আমি মনে করি "মকসুদুল মু'মিনিন" একটা বাতিল বই। ভুলে ভরা। এটা কারো পড়া উচিৎ না। পুড়িয়ে ফেলো।

কারো সমস্ত ভালো যখন চাপা পড়ে যায় তার অল্প মন্দগুলোকে আমি অনেক বড় করে দেখছি বলে।


ছয় বছর আগে আমি "মডারেট" ছিলাম।
কম জানতাম।

এখন আমি জানি বেশি।

9-May-2019 3:44 pm

Published
9-May-2019