Post# 1557357049

9-May-2019 5:10 am


আজকের ড্রামা : সৌদি শায়েখ আয়েদ আল-কারনী টিভিতে এসে নিজের আগের সমস্ত "সাহওয়া" আন্দোলনের পক্ষে কথা বলার জন্য ক্ষমা চেয়েছেন সৌদি বাসিদের কাছে। সাথে বলেছে বলেছেন "বরং বিন সালমান যে ইসলামের দিকে ডাকছেন, সেটাই সঠিক ইসলাম।"

"সাহওয়া" কি?
পেলাম এটা সৌদি সালাফিদের মাঝে যারা সৌদি সরকারের বিরোধি, কিন্তু সশস্র আন্দোলনে বিশ্বাসি না, তাদের দল। এদের যাত্রা আরম্ভ হয়েছিলো ৯০ এর দিকে সৌদিতে আম্রিকান ঘাটি তৈরি হবার পরে। শায়েখ সালমান উদা এই আন্দোলনের কর্মি। এরা সবাই এখন জেলে।

"তাতে আমার কি?"
কিছু না।

তবে বিন সালমানের "মডারেট" ইসলাম আর কতজন আলেম গ্রহন করে সেটা দেখার বিষয়।

সৌদিতে একটা পরিবর্তন চলছে।
Keep watching.

9-May-2019 5:10 am

Published
9-May-2019