Post# 1557338384

8-May-2019 11:59 pm


জাকাত বিতরন :


"উস্তাদ, ১ লাখ টাকা জাকাত দিতে হবে। কিভাবে বিতরন করবো?"

"সম্পুর্ন টাকাটা কোনো একজনকে দিয়ে দাও যেন সে কিছু করে খেতে পারে।"

"শর্ত দেবো টাকাটা দিয়ে যেন ব্যবসা করে?"

"শর্ত দিলে জাকাত আদায় হবে না। শর্ত ছাড়া দিতে হবে। বরং আগে দিয়ে, পরে কিছু উপদেশ দিয়ে দাও।"


১০ বছর পরে :

সমস্যা।

প্রথম বছর যাকে দিয়েছি সে এর পরের বছরও জাকাত নিতে এসেছে আরো আগ্রহে। "গত বছর দিয়েছেন, এই বছর কিছু দেন।"

না দিলেও তৃতীয় বছর সে এসে বলে, "গত বছর কিছু দিলেন না, এই বছর তো কিছু দিবেন?"

এর পরের বছর সে এসে বলে, "আপনি আমার সাথে রাগ করলেন নাকি? সেই কত বছর আগে কিছু দিলেন। এর পর আর কিছু দিলেন না। বলেন কি দোষ করেছি?" -- এর পর তার কাল্পনিক দোষ থেকে ক্ষমা চাইতে পিছে পিছে ঘুরছে।

তার সংগে আগের বছরগুলোতে যাদের দিয়েছিলাম তারাও সবাই আছে। সবাই আশা করে আছে এই বছরও কিছু পাবে।

এই ভাবে ১০ বছর। এখন নয়জন আশা করে আছে যেহেতু তাকে এক বছর অনেক দিয়েছি তাই এই বছর কিছু হলেও দেবো। নয়তো আমি তাদের শত্রু হয়ে যাবো।

"ঠিক আছে। তবে একজনকে সব দেয়ার দরকার নেই। পাচ হাজার করে সবাইকে ভাগ করে দাও।"


১০ বছর পরে।

"এখন সমস্যা কি?"

"বাজারে রটে গিয়েছে আমি ৫ হাজার করে জাকাত দেই। তাই সবাই তার তল্পি তল্পা পরিচিত যা আছে সবাইকে ডেকে আনছে। ৫ হাজারের আশায়। এখন জাকাত প্রার্থি প্রায় ৫০ জন। সবাইকে তো দেয়া সম্ভব না। এর সাথে রাগ শত্রুতা বাড়ছে। মসজিদের রাস্তায় অনেকে দাড়িয়ে থাকে আমাকে দেখলে ধরার জন্য। রমজানে মসজিদে যাওয়া প্রায় বন্ধ।"

"ঠিক আছে সবাইকে তবে ৫০০ করে দাও।"


আরো ১০ বছর পরে।

খবর : অমুকের বাসায় জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু।

৫০০ টাকা করে দিচ্ছে শুনে হাজার হাজার মানুষ আসার পরে কে কার খবর রাখে।


সমাধান?

নিজের আত্মিয়দের এবং একেবারে নিকটজনদের জাকাত দিন। বড় অংকে এবং একই পরিবারকে প্রতিবছরই।

অপরিচিত, স্বল্প পরিচিত, এমন কি পরিচিতরা রেফারেন্স দিয়ে দূরের যাদের নিয়ে আসে "আমি তাকে চিনি, খুবই অভাবে আছে" -- তাকেও বাদ দিন।

8-May-2019 11:59 pm

Published
8-May-2019