কালবিন সালিম :
১
প্রশান্ত অন্তর? পবিত্র অন্তর!
সেই অন্তর যেটা নিয়ে আল্লাহর কাছে মানুষ দাড়ায়।
২
তর্কে প্রবেশ করলে আমল ছুটে যায়। যার পক্ষে আমি যুক্তি দেখাচ্ছি, তার আমালও আমার মাঝে থাকবে না। যে পক্ষেই আমি থাকি না কেন।
প্রশান্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাড়াতে হয়।
৩
সৃষ্টির সমস্ত জটিলতা উনি জানেন। মানুষের ভেতর বাহির উনি জানেন। আমার আর সবার না বলা কথা উনি জানেন।
আত্মতুষ্টিতে উনার সন্তুষ্টি নেই।
উনার সৃষ্টির উপর বিষ্মিত হয়ে যদি উনার প্রশংসা করি -- তাতে উনার সন্তুষ্টি।