Post# 1556959254

4-May-2019 2:40 pm


"রাশিফল" এর এখন বাজার নেই। যদি পত্রিকায় কখনো এই টাইটেলে কিছু দেখি তবে দেখি কমেডি হিসাবে লিখেছে।

অথচ ৮০ এর দিকে এর বাজার ছিলো রমরমা। মানুষ বলতো "এগুলো বিশ্বাস করা হারাম" এর পর আবার এর দিকে সবাই ঝুকে পড়তো।

"মহাজাতক" নামে এক ব্যক্তি ছিলেন এর লিডে। প্রথমে ইত্তেফাকের সাংবাদিক ছিলেন। এর পর হয়ে যান "রাশিফলের" লিখক। এর পর কোয়ান্টাম মেথড। পশ্চিমের সিলভা মেথডের এক ট্রেইনার বাংলাদেশে আসে, তাদের প্রেজেন্টেশনের পরের মাসেই মহাজাতক খুলে বসেন উনার কোয়ান্টাম মেথড। দুটোর নাম ভিন্ন, শিক্ষা কাছাকাছি।

"রাশিফল" কে জায়েজ করার জন্য এর বৈজ্ঞানিক ব্যখ্যা দেয়া হতো "গ্রহ নক্ষত্রের অভিকর্ষ বলের প্রভাব মানুষের উপর আছে।" যদিও আমার রুমের চেয়ার টেবিল বিছানা বালিশ ঘড়ের দেয়াল পাশের বাড়ি এমন কি রাস্তার ময়লা বা ইটের অভিকর্ষ বল আমার উপর শনি বা বৃহস্পতি গ্রহ থেকে বহু বহু গুন বেশি।

আধুনিক সমাজে দেশে অনেক খারাপ জিনিস এসেছে। আবার অনেক খারাপ জিনিস চলে গিয়েছে। "রাশিফল" একটা খারাপ যেটা চলে গিয়েছে। কেউ এগুলো এখন বিশ্বাস করে না। সবার কাছে কৌতুক।

4-May-2019 2:40 pm

Published
4-May-2019