Post# 1556935196

4-May-2019 7:59 am


"ফনী" পুরাই ফ্লপ। ৬ ফুট জলোচ্ছাস? ১২ লক্ষ লোককে ঘড় ছাড়া করে আশ্রয় শিবিরে? বাস্তবে কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি। আর কোথাও "নিম্নচাপ"।

ফলশ্রুতিতে এর পরের বার যখন "বাঘ" বলে ডাকা হবে তখন এরা আর কাউকে বিশ্বাস করবে না। ঝড় সরাসরি বাংলাদেশের দিকে আসলেও না। আগেও ঠিক এরকম কয়েকবার হয়েছিলো।

কিছু লোককে চাকরি দেয়া হয় প্রেডিকশনের জন্য। যেমন আবহাওয়া বিভাগ। এদের প্রেডিকশন যখন আমাদের ফেসবুক আরমচেয়ার এনালিষ্টদের থেকে ভালো হয় না।

"সাবধান থাকা ভালো। ক্ষতি কি?"

হুম। দেশের প্রতিটা নিম্নচাপের জন্য তবে ১২ লক্ষ লোককে বাস্তুচ্যুত করা ভালো। ক্ষতি কি?

4-May-2019 7:59 am

Published
4-May-2019