Post# 1556907386

4-May-2019 12:16 am


Talking about Prediction :

"প্রচন্ড ঝড় আর ৬ ফুট উচু জলোচ্ছাসের" প্রেডিকশনে বাংলাদেশে এখন পর্যন্ত ১২ লক্ষ লোককে বাস্তুচ্যুত করে আশ্রয় শিবিরে আনা হয়েছে।

আর বাংলাদেশে এখনো ঝড় বলতে গুড়ুগুড়ি বৃষ্টি ছাড়া আর কিছু নেই। ভারতে ঝড় কমে তিনভাগের একভাগ হয়ে গিয়েছে। এখনো বাংলাদেশের কাছে আসে নি।

কিছু লোককে চাকরি দেয়া হয় "প্রেডিকশন" করার জন্য। যেমন আবহাওয়া বিভাগ। তাদের প্রেডিকশনের যেই অবস্থা। তাতে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাদের ফেসবুক আরমচেয়ার এনালিষ্টরা বরং এদের থেকে ভালো প্রেডিকটর।।

ফল? এরকম দুই তিন বার "নেকড়ে" ডাকার পরে এর পরের ঝড়টা যখন চিটাগাং বারাবর সরাসরি আসতে থাকবে তখন কেউ কারো কথা বিশ্বাস করবে না।

4-May-2019 12:16 am

Published
4-May-2019