Post# 1556898112

3-May-2019 9:41 pm


Talking about Prediction :

"প্রচন্ড ঝড় আর ৬ ফুট উচু জলোচ্ছাসের" প্রেডিকশনে বাংলাদেশে এখন পর্যন্ত ১২ লক্ষ লোককে বাস্তুচ্যুত করে আশ্রয় শিবিরে।

আর ঝড় এখনো গুড়ুগুড়ি বৃষ্টি। ভারতে ঝড় কমে তিনভাগের একভাগ হয়ে গিয়েছে। এখনো বাংলাদেশের কাছে আসে নি।

কিচু লোকের চাকরি থাকে "প্রেডিকশনের" জন্য। যেমন আবহাওয়া বিভাগ। তাদের প্রেডিকশনের এই অবস্থা। আমাদের ফেসবুক এনালিষ্টরা বরং এর থেকে ভালো প্রেডিকশন করতে পারে।

ফল? এরকম দুই তিন বার "নেকড়ে" ডাকার পরে পরের ঝড়টা যখন চিটাগাং বারাবর আসবে তখন কেউ কারো কথা বিশ্বাস করবে না।

    Comments:
  • indeed. সুক্ষ পার্থক্য আছে। কিন্তু generic umbrella term হিসাবে ধরেন "প্রেটিকশন" শব্দটা ব্যবহার করলাম।

3-May-2019 9:41 pm

Published
3-May-2019