"প্রেডিকশন" নিয়ে তর্ক করা অর্থহীন। আপনি বললেন ওটা হবে, আমি বললাম সেটা হবে। এর পর হেসে "ঠিক আছে দেখি কোনটা হয়" শেষ।
এটা না করে খারাপ :
"আপনি আমার উল্টো প্রেডিকশন দিলেন কেন? আপনি আমার শত্রু। শত্রুতা করার জন্যই আমি যা বলি তার উল্টো কথা বলেন।"
একে বলে "লুকিং ফর শত্রুজ" সিমটম। আখিরুজ্জামানের প্রেডিকশন নিয়ে এরকম হচ্ছিলো এক সময়।
"আপনারা দুইজনে বসে বরং সমাধান করেন, কার কথা ঠিক?"
কেমনে সমাধান করবো? সমাধান তো যখন ঘটবে তখন বুঝা যাবে যা ঘটলো সেটা দেখে কোনটা ঠিক। একে বলা যায় "তর্ক পছন্দ করি" সিমটম। তর্ক কাজে হোক বা অকাজে।
"প্রেডিকশন করা কি জায়েজ? আপনি গায়বি ইলমের দাবি করছেন না?"
এটা লুকিং ফর ফতোয়া।
এরকম আরো বহু হাবি-জাবি বহু ইশু টেনে বের করা যায় নন-ইশু থেকে।
বের করতে "চাইলে"।