Post# 1556883378

3-May-2019 5:36 pm


ড্রেসিং করা মুরগি। নাড়ি ভুড়ি বের না করে গরম পানিতে চুবিয়ে এর পর ভ্রুউউ করে মেশিনে ঘুরিয়ে পালক ফেলে এর পর নাড়ি ভুড়ি বের করে। খাওয়া যাবে?

আগে বলা হতো খাওয়া যাবে না কারন ভুড়ি বের করার আগে গরম পানিতে চুবিয়েছে। ভুড়ির ময়লা গোস্তের সাথে মিশে গিয়েছে, তাই হারাম। আমার কাছে এটা ঠিক মনে হতো না। করতাম না, কিন্তু কেউ করলে সে "হারাম খাচ্ছে" ও বলতাম না।

এখন ফতোয়া পরিবর্তিত হয়েছে। খাওয়া যাবে। কারন খুবই অল্প সময় পানিতে চুবায়। এই সময়ে গোস্ত আর ময়লা মিশে যাবার কথা না।

লিংক কমেন্টে।

    Comments:
  • http://ahlehaqmedia.com/2019/05/03/8772/
  • FAQ : "<যে কোনো মাসলা সংক্রান্ত প্রশ্ন>"
    উত্তর : আমার জানা নেই। বা জানা থাকলেও বলবো না। আমি আলেম না।

3-May-2019 5:36 pm

Published
3-May-2019