"আল-উইলায়া ওয়াল বারাআ" : মূলতঃ এটা এখন সবচেয়ে বড় পার্থক্য ইসলামিষ্ট vs জেনারেল পাবলিকদের মাঝে। এটা নিয়ে কিছু বলতে চেযেছিলাম কিন্তু জিনিসটা খুবই সেনসিটিভ এক পক্ষের কাছে। আমাদের সালাফি বনাম অন্যদের আশারি-আথারি তর্কের মতো। পছন্দের মত সমর্থন করলেন না তো সরাসরি কাফের।
ইসলামিষ্ট ধারায় ইদানিং যত আক্রমন, সমালোচনা, শিক্ষা, দলিল যা কিছু বলা হচ্ছে এর ৬০% ঘুরে এই পয়েন্টটা ঘিরে। "মিল্লাতে ইব্রাহিম" নামে এখন যা কিছু শেখানো হচ্ছে সেগুলোও আমি বুঝতে পারছি এই বিষয়। স্বল্প যতটুকু সময় দিয়ে আরো স্বল্প তাদের যা কিছু পড়েছি সেগুলো সিম্পলিফাই করে যেটা দাড়ায়।
কার কি আইডলজি তাতে ক্ষতি নেই। কিন্তু এটাকে যখন একটা ট্রেপ হিসাবে ব্যবহার করা হয় এই সব শিক্ষার ব্যপারে অসচেতন মানুষকে বাতিল গোমরাহ বলে আক্রমন করার জন্য তখন "সচেতন" হবার সময়। নয়তো আপনার লিখা বই হয়ে যাবে এক পক্ষের আক্রমনের বিষয় বস্তু কারন এতে "সঠিক আলা-বারা শিক্ষা দেয়া হয় নি"।
"সচেতন" হওয়া মানে এই না যেমন আথারি আইডলজি যা বলে মেনে নেয়া। তেমনি আলা-বারাআ ব্যপারে তারা যা শিখায় সেটাকে ঠিক ধরে শান্তি খুজা।
এই বিষয়ে কিছু বলার দরকার আছে, নাকি "তুমি তোমার পথে যাও আমি আমার" বলে এগিয়ে যাবো সেটা হলো ডিসিশন।