Post# 1556663504

1-May-2019 4:31 am



"সাল্লু কামা রায়াইতুমি নি উসাল্লি" "আমাকে যেভাবে নামাজ পড়তে দেখ সে ভাবে নামাজ পড়" যে হাদিস দিয়ে প্রমান করা হয় ছেলে মেয়ের নামাজ এক। সে হাদিস নিজে পড়লে বুঝা যায় এখানে আজান দিয়ে জামাত করার পদ্ধতি শিখানো হয়েছে।

https://sunnah.com/bukhari/95/1


বিতিরের নামাজে দুই রাকাত পরে সালাম ফিরাতে হবে এর পরে এক রাকাত। এর দলিল দেয়া হয় যে হদিস দিয়ে "বিতির যেন মাগরিবের মতো না হয়" সেই হাদিস পুরোটা পড়লে বুঝা যায় এখানে বিতিরের নামাজ তিন রাকাতের বদলে পাচ, সাত রাকাত পড়ার কথা বলা হয়েছে মাগরিবের সাথে পার্থক্য করতে। টানা তিন রাকাতের বদলে ২+১ করে তিন রাকাত পড়ার কথা এখানে বলা হয় নি।

لَا تُوتِرُوا بِثَلَاثٍ , وَأَوْتِرُوا بِخَمْسٍ أَوْ سَبْعٍ، وَلَا تَشَبَّهُوا بِصَلَاةِ الْمَغْرِبِ


জোরে আমিন বলার হাদিস পুরোটা পড়লে বুঝা যায়, ঐ একই হাদিসের কারনে জোরে তকবির আর তসবিহও পড়তে হবে। কিন্তু আমরা বাকিগুলো আস্তে পড়ি।

https://www.facebook.com/habib.dhaka/posts/10155703666318176


শিক্ষা?
দলিল শেষ কথা না।

1-May-2019 4:31 am

Published
1-May-2019