Post# 1548923283

31-Jan-2019 2:28 pm


"কিতাবের কিছু অংশ স্বিকার কিছু অংশ অস্বিকার।"

এটা কমন ডায়লগ। প্রথম প্রয়োগ করতে শুনেছি এইচটির এক ছেলের কাছ থেকে। ২০০০ এর দিকে। এর অর্থ এই না যে শুধু তারাই বলে। আরো অনেকেই হয়তো বলে।

এটা দিয়ে কি বুঝায় আমার কাছে স্পষ্ট না।

- কিতাবের কিছু "অস্বিকার" করলে সে আর মুসলিম থাকবে না বলে জানি।

- আমার জানা মতে এমন কোনো মডারেট মুসলিমও পাইনি যে কিনা কিতাবের কোনো অংশ "অস্বিকার" করে।

- কোনো মুসলিমকে এখনো বলতে দেখি নি কোরআনের এইটা "ঠিক না", "মানি না", "আমি শুধু অতটকু মানি" বা "ঐটা মানি না"।

- খুজলে হয়তো কয়েকজন পাওয়া যাবে যারা এরকম বলে, তাদের ভিডিও সহ। কিন্তু সিগনিফিকেন্ট সংখ্যক মুসলিমরা এরকম করে, এমনটা চোখে পড়ে নি।

এরকম কিছু জিনিস আছে যেগুলোকে সমস্যা হিসাবে দেখিয়ে হাইলাট করা হয়, কিন্তু ঐ সমস্যায় কারা ভুগছে কিভাবে সেটা আমার কাছে স্পষ্ট না।

by the way: এটা একটা আয়াতের অংশ। আছে সুরা বাকারায়। ইহুদিদের ব্যপারে বলা হয়েছে।

    Comments:
  • ^ আল্ট্রা মডারেটরা থাকে পশ্চিমে বা দেশে অভিজাত পাড়ায়। এদের সংখ্যা খুবই কম। এরা সাধারনের প্রতিনিধিত্ব করে না।
  • নেতারা? নেতারা বিভ্রান্ত এবং অধিকাংশই জাহান্নামি। কিন্তু এটা যুগ যুগ ধরেই ছিলো। ইতিহাসে "খারাপ না" এমন নেতা এক্সেপশন। ৫% এর কম।

31-Jan-2019 2:28 pm

Published
31-Jan-2019