"কেন আজ মুসলিমদের এই অবস্থা?"
একেক জন একেক কারন ধরে বসে আছে এর উপর।
আপনি যাই বলেন না কেন, কোনো না কোনো দল প্রচন্ড ক্ষেপে যাবে, কারন সে যে কারনটা মূল ধরে বসে আছে, আপনি ঐ কারনটার বাইরে অন্য কিছু বলেছেন।
তাই মুসলিমদের অধ্বপতনের কারন নিয়ে ফেসবুকে আলোচনা বিপদজনক।
- Comments:
- ^ আপনার কথার বিপরিত কথা যদি কেউ বলে তবে আপনি কি তাকে বলবেন সে আল্লাহর রাসুল ﷺ এর কথার "বিরোধিতা করছে" "অস্বিকার করছে"?
- Indeed. আপনি একটা কারন ধরে বসে আছেন এবং কেউ এর বিপরিত কিছু বললে তাকে আপনি আক্রমন করবেন। কারন সে "মূল" কারনটা বলছে না।
এই এটিচিউডটা ফোকাসে আনা আমার উদ্যেশ্যে ছিলো। "মূল কারন কি" সেটা বের করা এই স্টেটাসের উদ্যেশ্য ছিলো না।