এখানে ছোট আয়াতের সুরাগুলো অর্ডারে :
সুরা সাফফাত : ৩৭ নং সুরা : ৭ পৃষ্ঠা : ১৮২ আয়াত : ২৬ আয়াত/পৃষ্ঠা
সুরা শুয়ারা : ২৬ নং সুরা : ১০ পৃষ্ঠা : ২২২ আয়াত : ২২ আয়াত/পৃষ্ঠা
সুরা ওয়াকেয়া : ৫৬ নং সুরা : ৪ পৃষ্ঠা : ৯৬ আয়াত : ২৪ আয়াত/পৃষ্ঠা
সুরা নজম : ৫৩ নং সুরা : ৩ পৃষ্ঠা : ৬২ আয়াত : ২০ আয়াত/পৃষ্ঠা
কোরআন শরিফ মুখস্ত করার সময় প্রথম দিকে সবাই আয়াতের সংখ্যা দ্রুত বাড়াতে চায়। তাই ছোট ছোট আয়াতের সুরা গুলোকে প্রায়োরিটিতে রাখতে চায়। তাদের জন্য এই হিন্ট।
শেষ দুই পারা আগে মুখস্ত করতে হবে, এই সুরাগুলোর আগে।