Post# 1548767876

29-Jan-2019 7:17 pm


আবদাল - ৮

ويروى في حديث مرفوع : " ثلاث من كن فيه فهو من الأبدال : الرضا بالقضاء ، والصبر عن المحارم ، والغضب للَّه "

মারফু হাদিস যেখানে বলা হয়েছে : যার মাঝে তিনটা গুন আছে সে আবদালদের একজন। আল্লাহর ফয়সালাতে সন্তুষ্টি, হারাম জিনিসের উপর সবর, আল্লাহর জন্য রাগ।

. وعن بعضهم قال : أكلهم فاقة وكلامهم ضرورة ،

কেউ কেউ বলেন তাদের খাওয়া হয় অল্প-সাধারন আর কথা শুধূ প্রয়োজনীয়।

وعن معروف الكرخي ، قال : من قال : اللَّهم ارحم أمة محمد في كل يوم كتبه اللَّه من الأبدال ،

মারুফ কারগি বলেন : যে প্রতিদিন বলে হে আল্লাহ উম্মতে মুহাম্মদির উপর রহম করো, সে আবদালদের একজন।

وهو في الحلية بلفظ من قال في كل يوم عشر مرات : اللَّهم أصلح أمة محمد ، اللَّهم فرج عن أمة محمد ، اللَّهم ارحم أمة محمد ، كتب من الأبدال ،

কিতাবে [الحلية بلفظ] আছে :
যে প্রতিদিন ২০ বার বলে : হে আল্লাহ উম্মতে মুহাম্মদিকে সঠিক রাখো। তাদেরকে আনন্দে রাখো। তাদের উপর রহম করো। তবে তাকে আবদালদের সোয়াব লিখে দেয়া হয়।

[যতটুকু বুঝেছি, ভুল হতে পারে। ভুল হলে উপরে আরবি থেকে দেখে নেবেন।]

    Comments:
  • Point of view জানতে চাইলে passively জানতে হবে। তার ভিউকে কাউন্টার করে না।

29-Jan-2019 7:17 pm

Published
29-Jan-2019