Post# 1548744150

29-Jan-2019 12:42 pm


আবদাল - ৫

ولأبي نعيم في الحلية ، عن ابن عمر رفعه : " خيار أمتي في كل قرن خمس مائة والأبدال أربعون ، فلا الخمس مائة ينقصون ، ولا الأربعون كلما مات رجل أبدل اللَّه مكانه آخر "
ইবনে ওমর রা: থেকে মারফু হাদিস :

"সর্বোত্তম মানুষ প্রতি যুগে আমার উম্মতের মাঝে হবে ৫০০ জন আর আবদাল ৪০ জন। ৫০০ জন কমবে না, ৪০ জনও না। তাদের কেউ মারা গেলে আল্লাহ তায়ালা অন্য কাউকে তার বদলে আনবেন।"

قالوا : يا رسول اللَّه ، دلنا على أعمالهم ؟
লোকেরা বললো "ইয়া রাসুলুল্লাহ ﷺ আমাদেরকে তাদের আমল বলেন।"

قال : " يعفون عمن ظلمهم ، ويحسنون إلى من أساء إليهم ، ويتواصلون فيما أتاهم اللَّه عز وجل "

বললেন, "কেউ জুলুম করলে তারা ক্ষমা করে দেয়। খারাপ ব্যবহারে ভালো ব্যবহার করে। আর তারা উসিলা হিসাবে কাজ করে আল্লাহ তাদের যা দিয়েছেন তার।"

. وفي لفظ للخلال : " لا يزال أربعون رجلا يحفظ اللَّه بهم الأرض ، كلما مات رجل أبدل اللَّه مكانه آخر وهم في الأرض كلها "

অন্য বর্ননায় : সবসময় ৪০ জন লোক থাকবে যাদের দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াকে হিফাজত করবেন। একজন মারা গেলে বদলে অন্য কাউকে এনে। এরা দুনিয়ার সর্বত্র ছড়িয়ে আছেন।

    Comments:
  • হাদিসগুলোর রেফারেন্স আরবী দিয়ে সার্চ করে কোন কিতাবে আছে বের করতে পারবেন। আমি এগুলো উইকিপিডিয়া থেকে নিয়েছি। সবগুলো জয়িফ।

29-Jan-2019 12:42 pm

Published
29-Jan-2019