Post# 1548669874

28-Jan-2019 4:04 pm


আয়াত নম্বর দিয়ে মুখস্ত করা :


"কেন?"
কারন ছাপাখানা আসার আগে মানুষ আয়াত নম্বর দিয়ে কোরআন শরিফ মুখস্ত করতো। ১০ আয়াত, ১০ আয়াত করে। এজন্য দেখবেন হাদিসে লিখা থাকে "৪০ বা ৫০ আয়াত পরিমান তিলওয়াত করলো" এরকম।

"তবে এখন করে কি করে?"
পৃষ্ঠা অনুসারে। ১ম পৃষ্ঠা, ২য় পৃষ্ঠা এভাবে।

"আয়াত নম্বর দিয়ে মুখস্ত করলে উপকার কি?"

প্রথমতঃ কোনো আয়াত ছুটে গেলে বুঝতে পারবেন এখানে একটা আয়াত মনে পড়ছে না।

দ্বিতীয়তঃ যে কোনো মুসহাফ থেকে এর পর হিফজ করতে পারবেন। হাফেজি কোরআন হতে হবে এমন জরুরি থাকবে না।

তৃতীয়তঃ আপনি যে কোনো জায়গা থেকে তিলওয়াত আরম্ব করতে পারবেন। পৃষ্ঠার প্রথম থেকে মুখস্ত টানতে হবে না মাঝের আয়াত মনে আনার জন্য।

কোনো আয়াতের আগের আয়াত, পরের আয়াত কোনটা ভিজুয়েলাইজ করতে পারবেন।

"এভাবে মুখস্ত করা কঠিন হবে না?"
না। কিভাবে করবেন সেটা বলছি।


"কি করে?"
অনেকটা story board এর মতো। কল্পনা করবেন প্রতি পৃষ্ঠায় ৫ আয়াত। ডান দিকের পৃষ্ঠায় ৫ আয়াত। বামে ৫ আয়াত। দুই দিকে মিলে ১০ আয়াত।

আয়াতগুলোকে লেআউট করে ফেলেন। প্রতি পৃষ্ঠায় চারটা খোপ করে ৪ আয়াত। আর এর নিচে বড় একটা স্লটে একটা আয়াত। দুই দিকেই এরকম। নিচের ছবির মতো।

প্রতিটা আয়াত তার খোপে যাবে। এবং আয়াতের সাথে এর একটা ছবি ভিজুয়েলাইজ করতে হবে। যেমন সূর্যের কথা যদি আয়াতে থাকে তবে সূর্যের ছবি। তর্কের কথা? তবে অনেক মানুষ যেন তর্ক করছে। এরকম।

কোন খোপে কোন ছবি আপনার মনে থাকবে। কোনো আয়াত বাদ পড়লে সংগে সংগে ধরতে পারবেন। বক্স-আয়াত মিলছে না।

প্লাস মুতাশাবিহার আয়াতগুলোতে ভিন্ন সুরাতে চলে যাবার সম্ভাবনা কম।


এভাবেই করতে হবে বলছি না। এটা একটা নিয়ম যেটাতে আমি উপকার পাচ্ছি।

#MemorizeQuran

    Comments:
  • অনেক আগে থেকে এই হ্যশট্যগ দিয়েছি বলে কন্টিনিউ করতে হচ্ছে।

28-Jan-2019 4:04 pm

Published
28-Jan-2019