Post# 1548655665

28-Jan-2019 12:07 pm


"কোরআন শরিফের কতটুকু মুখস্ত থাকতে হবে?"

২৯ এবং ৩০ এই দুই পারা মুখস্ত থাকলে নিজের নামাজের জন্য যথেষ্ট। লম্বা কিরাতে তাহাজ্জুদ সহ যদি প্রয়োজন হয়।

এই দেশে মসজিদের ইমাম হতে হলে ধরা হয় ৫ পারা মুখস্ত থাকতে হবে।

আর মদিনা ভার্সিটির ডক্টরেট হতে হলে ১০ পারা।

কমেন্টে কি করে মুখস্ত করবেন তার উপর আগের পোষ্টের লিংক।

#MemorizeQuran

    Comments:
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10154795672493176

28-Jan-2019 12:07 pm

Published
28-Jan-2019