Post# 1548639634

28-Jan-2019 7:40 am


উক্তি : "কোরআন শিক্ষার আগে সিরাত জানা জরুরি, কারন সিরাত জানা না থাকলে আপনি তফসির বুঝবেন না।"

এখানে বুঝতে হবে,
কোরআন "শিক্ষা করা" বলতে বুঝাই : অর্থ বুঝে আরবীটা মুখস্ত করে নেয়া। কোনো ব্যখ্যা-তফসির ছাড়া।

এটা কিছু দলের শিক্ষার থেকে ভিন্ন। যারা তফসিরের উপর সবচেয়ে গুরুত্ব দেয়। মুখস্ত করাকে কিছুটা ডিসকারেজ করে।

নিজের অবস্থানকে অপেক্ষাকৃত ভালো মনে করি এই কারনে যে,
যদি শুধু তফসির-অনুবাদ পড়ে যান তবে যে আয়াতগুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো ইগনোর করে যাবেন। অর্থাৎ কিছু দিন পরে আপনার মনে থাকবে না।

কিন্তু অর্থ বুঝে মুখস্ত করে রেগুলার পড়তে থাকলে আস্তে আস্তে ঐ আয়াতগুলো আপনার কাছে অর্থবহ হয়ে উঠবে। অনেক প্রশ্নের উত্তর আয়াতে পাবেন, যেগুলো প্রথমবার পড়ে হয়তো বুঝেন নি।

নিজে কোরআন শিক্ষার সময় তফসিরের পেছনে সময় দেই না। অর্থাৎ পড়ি না। শুধু অর্থ বুঝে মুখস্ত।

যেমন একটা উদাহরন,
একটা সুরা আছে সুরা তাহরিম। সুরাটা নাজিল হয়েছে একটা ঘটনা উপলক্ষে। পড়লেই বুঝা যায়। কিন্তু ঘটনাটা একদম জানা ছিলো না মুখস্ত করার সময়। কিছু একটা হয়েছে ধরে নিয়ে অর্থ বুঝে মুখস্ত করে গিয়েছি।

এর অনেক বছর পরে একটা হাদিস চোখে পড়লো যেখানে ওমর রা: কে একজন জিজ্ঞাসা করেন এই সুরাটা কোন ঘটনা উপলক্ষে নাজিল হয়েছিলো? কার কথা বলা হচ্ছে?

ওমর রা: জবাব দেন, দেখ, ভালো বিষয়ে প্রশ্ন করবে, খারাপ বিষয়ে না। এর পর বর্ননা করেন কাদেরকে নিয়ে কোন ঘটনায় সুরাটা নাজিল হয়েছিলো।

তাই তফসির পরবর্তিতে জানা যাবে। মুখস্ত করার সময় শুধু অর্থ বুঝে মুখস্ত করে যেতে হবে।

#MemorizeQuran

28-Jan-2019 7:40 am

Published
28-Jan-2019