ইলমের ব্যপারে প্রায়োরিটির কথা বলছিলাম। কোনটা সবচেয়ে জরুরী সেটা বুঝে ঐ ইলমের পেছনে পড়েন। হাবি-জাবি ইলমের পেছনে না।
প্রায়োরিটির ব্যপারে এই শায়েখ বলছেন কোরআন শিক্ষা করা সবচেয়ে জরুরি।
উনার কাছে প্রশ্ন করা হয়েছিলো : আমি শরিয়া শিক্ষা করবো নাকি হেফজ করবো?
ব্যসিক্যলি, আলেম হবো নাকি হাফেজ, এই প্রশ্নের উত্তর।