As usual সব কিছু আমি positively দেখবো। সমালোচনার tone থাকবে না ইনশাল্লাহ।
সালাফি ভাইদের কিছু দিনের জন্য দূরে থাকার অনুরোধ করছি আবারো। নয়তো এই সব দেখে সহ্য করতে পারবেন না। কমেন্টে আমাকে সংশোধন করে পথে আনার চেষ্টা করবেন। শেষে ব্লকড।
আর পোলাপাইনদের একটু দূরে থাকতে হবে। কারন "পর্যালোচনা" উদ্যেশ্য, "শেখানো" উদ্যেশ্য না। তাই শেখানোর সময় যত ডিটেলস ব্যখ্যা করে বুঝায়, এরকম কিছু থাকবে না। আপনি বুঝবেন না। কমেন্টে হাবি-জাবি প্রশ্ন করতে থাকবেন শুধু যেগুলোর উত্তর দেয়ার মতো কেউ থাকবে না।
তাই শিখতে চাইলে ইমাম গাজ্জালির "এহইয়া উলুমুদ্দিন" পড়েন। কিছু শিখতে পারবেন। এই সব ফেসবুক স্টেটাসে পড়ে কিছু শিখতে পারবেন না।
এর আগে জেনে নিন কোনটা আগে শিখা এখন আপনার জন্য বেশি জরুরি? এগুলো জানার দরকার আছে কি?