ইসলামে দলগুলোর যদি একটা স্কেল করেন তবে একেবারে এক প্রান্তে থাকবে শিয়া। অন্য প্রান্তে খারেজি। দুটোই তৈরি হয়েছিলো আলী রা: কে ঘিরে ঐ সময়ে। বাকি দলগুলো এর মাঝে। কোনোটা শিয়ার দিকে কিছু ঝুকে আছে কোনোটা খারেজি। কোনটার ট্রেন্ড কোন দিকে বেশি তার উপর নিচে আমি স্কেল দেখালাম :
- শিয়া
বাকি দলগুলোকেও এই স্কেলে কোনো না কোনো জায়গায় ফেলতে পারবেন। এতদিন আমি জিহাদিদের নিয়ে কমেন্ট করতাম। এটা ছিলো খারেজিদের একেবারে কাছাকাছি।
এখন যেহেতু সুফি নিয়ে পড়েছি। এটা শিয়ার কাছা কাছি। অনেক কিছুতে মিল পাবেন।
এটা মনে রাখতে হবে। সবগুলো ডেঞ্জার জোন। পচা আম খাওয়ার মতো। পোকাটা কেটে ফেললে ঠিক আছে। কিন্তু পোকা কোনটা সেটা চেনা হলো সমস্যা।
সবার জন্য না।
You have been warned.
- Comments:
- ^ আপনার কথা ঠিক আছে। আমার বুঝার বিপরিত না।