আমার "বিতর্কিত বিষয়ে কমেন্ট করা" এবং "যে বিষয় জানি না সে বিষয়ে কথা বলার" ধারাকে বজায় রেখে, এর পর তাসাউফের উপর "হাই থট" এর জিনিসগুলো নিয়ে আবার পড়তে হবে, অনুভব করছি। যেমন "স্বপ্ন", "খিজির", "আবদাল", "দোয়া-আমল" এই সব।
কিন্তু এগুলো সালাফি আলেমদের শিক্ষার একেবারে বিপরিত। উনাদেরকে shocked and disgusted না করে কি করে এই আলোচনা কন্টিনিউ করা যায় সেটা ভাবছিলাম।
Play nice. কোনো হিন্ট?
- Comments:
- আমার পোষ্টের অপেক্ষায় না থেকে বাজার থেকে "এহইয়া উলুমুদ্দিন" বইটার এক সেট কিনে পড়ে নিন, যা জানার সব একবারে জেনে ফেলতে পারবেন।