Post# 1548581165

27-Jan-2019 3:26 pm


জিকির :

لا إله إلا الله
وحده لا شريك له
له الملك وله الحمد
وهو على كل شيء قدير

উচ্চারন :
লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়াহদাহু লা শারিকালাহু। লাহুল মুলক ওয়ালাহুল হামদ। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

বাজারে ঢুকার সময় যে দোয়াটা পড়লে ১০ লক্ষ বা ২০ লক্ষ নেকি হয়। সেটা এই তসবিহ।

মাঝ রাতে উঠে শাহাদাহ আংগুল তুলে [এক আল্লাহ দেখানোর মতো] এটা পড়ে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করেন।
https://sunnah.com/bukhari/19/35

ওজু করে আকাশের দিকে তাকিয়ে যে দোয়া পড়লে জান্নাতে আট দরজা খুলে যায? এই কালিমা। এর কিছু কম-বেশি হয়তো।

হজ্জের দিনে সবচেয়ে পিক সময়, আরাফা মাঠে কোন দোয়া করতে হবে? রাসুলুল্লাহ ﷺ বলে গিয়েছেন, উত্তম দোয়া হলো ঐটা যেটা আমি আর আমার আগের সব নবী-রসুল আরাফার মাঠে পড়েছেন। সেটা এই কালিমা।

কিন্তু এটা তো শাহাদাহ? দোয়া হয় কি করে? এটাই দোয়া just carry on.

দিনে ১০০ বার যদি কেউ পড়ে তবে এ দিন তার থেকে বেশি আমল আর কেই নিয়ে আল্লাহর কাছে আসবে না। সে ছাড়া যে এর থেকে বেশি পড়েছে।

১০ বার পড়লেই চার জন গোলাম আযাদের সোয়াব।
https://sunnah.com/riyadussaliheen/16/4

প্রতি নামাজের পরে রাসুলুল্লাহ ﷺ এই কালিমা পড়তেন।
https://sunnah.com/riyadussaliheen/16/10

সকাল হলে পড়তেন সন্ধা হলে পড়তেন।
https://sunnah.com/riyadussaliheen/16/48

সাফা-মারওয়া দৌড়ানোর সময়েও পড়তেন।
https://sunnah.com/urn/1129950

দিনে ১০০ বার পড়লে শয়তানের ধোকা থেকে সেদিন আল্লাহ তায়ালা তাকে হিফাজত করবেন।
https://sunnah.com/riyadussaliheen/16/3

রাসুলুল্লাহ ﷺ অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন। আর বাজে কথা। এবং নিষেধগুলোর সাথে একই হাদিস বলা আছে উনি এই কালেমা পড়তেন।
https://sunnah.com/riyadussaliheen/18/272

সময় পেলে পড়ি। অবসর পেলে পড়ি। সুস্থ আবস্থায়। অসুস্থ অবস্থায়।
এর পর অসুস্থ হয়ে মৃত্যুর সময় এটা পড়ে মারা গেলে?
আগুন তাকে স্পর্শ করবে না।
https://sunnah.com/ibnmajah/33/139

এটাতেই মুক্তি।
মুক্তি এই পথে।

    Comments:
  • ^ ref to -> //রাসুলুল্লাহ ﷺ অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন।//

27-Jan-2019 3:26 pm

Published
27-Jan-2019