Post# 1548524046

26-Jan-2019 11:34 pm


মালেকি - ১০ : সুন্নাহ নামাজ


ফজরের আগে ২ রাকাত
জোহরের আগে ২+২, পরে ২+২
আসরের আগে ২+২
মাগরিবের পরে ২+২+২
ইশার পরে, কিছু নেই।
বিতর ২+১


মালেকিতে বেতের ফজরের ওয়াক্তেও পড়া যায়। যদি আগে পড়া না হয়ে থাকে। বিতর ওয়াজিব না বরং "সুন্নতে মুয়াক্কাদা"। সম্ভবতঃ মালেকিতেও ওয়াজিব বলে কিছু নেই। বাকি সুন্নাহগুলোকে বলা হয় "নফলে মুয়াক্কাদাহ"।

ফরজের আগে পরের নামাজগুলো ২ রাকাত করে পড়তে হয়।

বেতেরে কুনুত পড়া হয় না। কুনুত পড়া হয় ফজরের নামাজের সাথে নিয়মিত।


এতদিন শুনতাম "আওয়াবিন" নামাজ বলে কিছু নেই। কিন্তু মালেকিতে দেখলাম এই নামাজটার গুরুত্ব সোয়াব অনেক। এ জন্য মাগরিবের পরে ২ রাকাতের বদলে ৬ রাকাত পড়তে উৎসাহ দেয়া হয়। "আওয়াবিন" নাম নেই যদিও।

সোর্স : http://seekershub.org/ans-blog/2013/08/26/a-summary-of-the-non-obligatory-prayers-in-the-maliki-school/

#HabibMaliki

26-Jan-2019 11:34 pm

Published
26-Jan-2019