Post# 1548490794

26-Jan-2019 2:19 pm


এই এপিসোড থেকে শিক্ষা - জয় পরাজয়।


"বিজয় হক হবার কোনো দলিল না।"
"পরাজয় নাহক হবার কোনো প্রমান না।"

তবে হক পরাজিত হলেও বিস্তার লাভ করতে থাকে। সংকুচিত হয় না। রাসুল্লাল্লাহ ﷺ সব যুদ্ধে বিজয় লাভ করেন নি। কিন্তু উনার পরাজিত অবস্থাতেও দ্বিন বিস্তার লাভ করছিলো। কখনো সংকুচিত হয় নি। এবং এই ভাবে চলেছে গত ১৪০০ বছর ধরে। বিস্তার - যদিও মুসলিমরা বহু জায়গায় পরাজিত হয়েছে।


তবলিগের দুই দল এই মুহুর্তে আর নেই। এক দল। সম্মিলিত দলটা হয়েছে সা'দ সাহেবের শিক্ষার উপর। দেওবন্দ থেকে ভিন্ন মাদ্রাসা, ভিন্ন আকিদা, ভিন্ন শিক্ষা, ভিন্ন পথ চলা।

এই টোটালটা কতটুকু ঠিক? এটা দেখা যাবে এর পর তবলিগের বিস্তার ঘটে নাকি সংকুচিত হয় সেটা দেখে।

হয় তবলিগ বিস্তার লাভ করতে থাকবে, দেওবন্দ সংকুচিত হতে থাকবে।
নয়তো তবলিগ সংকুচিত হতে থাকবে, দেওবন্দ বিস্তার লাভ করতে থাকবে।


শত বছর আগে কোনো দল হকের উপর ছিলো। এর অর্থ এই না যে সেই দল এখনো পরিপূর্ন হকের উপর আছে ঐতিহাসিক কারনে।

"এত ভালো দল, গোমরাহ হতে পারে না।"

26-Jan-2019 2:19 pm

Published
26-Jan-2019