রাজার স্বিদ্ধান্ত কোন দিকে যাবে? -- এই এপিসোড থেকে শিক্ষা :
রাজা যদি চেয়ারমেনের পক্ষে থাকতে চায় গ্রামবাসির বিপক্ষে তবে এর স্টেপগুলো হবে এরকম।
১। প্রথমে মিডিয়া গ্রামবাসিদের বিপক্ষে প্রচার করবে। সাধারন জনগন বুঝে নিবে গ্রামবাসিদের সমস্যা আছে।
২। এর পর রাজার পাইক পিয়াদা মন্ত্রীরা চেয়ারমেনের বিপক্ষে প্রচুর কথা বলবে। গ্রামবাসি ঠান্ডা হয়ে যাবে। সুবিচারের আশায়।
৩। এর পর রাজা সকল কাজ করবে চেয়ারমেনের পক্ষ নিয়ে।
এই ফরমুলা রিপিট হয়েছে তবলিগ ইশুতে। এর আগে এই নির্বাচনে।