Post# 1548467048

26-Jan-2019 7:44 am


মালেকি মাজহাবের অনেক কিছু খুজে বের করেছি এটা পয়েন্ট আউট করার জন্য যে হানাফি মাজহাবে যে রুলগুলো আছে সেগুলো ইমাম আবু হানিফার "মনগড়া" না। একই সময়ে ভিন্ন শহরে ভিন্ন একজন একই রুল বের করেছেন। যিনি ইমাম আবু হানিফার ভক্ত ছিলেন না। এবং উনি "স্বল্প জ্ঞানিও" ছিলেন না।

হানাফি-সালাফি দ্বন্ধ দেখে আসছি ৯০ থেকে। ৮০ থেকে যদি আহলে হাদিস ধরি। আকিদাগত পার্থক্য যদি এখন আলোচনায় না আনি তবে মাসলাগত পার্থক্যগুলোর বড় বড় পয়েন্টগুলো নিচে দিলাম। এর মাঝে মালেকি মাজহাবের নিয়ম কোন দিকের সাথে বেশি মিলে সেটা ইন্ডিকেট করে।

- রাফে ইয়াদাইন - হানাফি।

  • জোরে আমিন - হানাফি।
  • হাত বাধা
  • দুই পায়ের মাঝে দূরত্ব - এই ব্যাপারে সালাফি পজিশন বদলিয়েছে ২০১০ এর পরে। তাই এটা নিয়ে আর আলোচনা করছি না। এখন এই ব্যপারে হানফি-সালাফি এক।
  • তাশাহাদুতে আংগুল - সালাফি।
  • খুতবার সময় দুই রাকাত নামাজ - হানাফি।
  • ইমামের পেছনে সুরা ফাতিহা - হানাফি।
  • প্রতি রাকাতে সুরা ফাতিহা - সালাফি।
  • জানাজায় সুরা ফাতিহা - এটা দেখা বাকি আছে। তবে একজায়গায় ইন্ডিকেশন পেলাম এক্ষেত্রে হানাফিদের মতো।
  • নায়লনের মুজার উপর মসেহ - হানাফি।
  • বেতেরের নামাজ - সালাফি।

    এগুলো ছিলো বড় বড় পার্থক্য। যেগুলো দেখতে চেয়েছিলাম।

    মালেকি মাজহাবের উপর এর পরও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। কিন্তু সেটা validation এর জন্য না। শেখার জন্য। পরেরগুলো দিয়ে দ্বন্ধ নিরসন হবে না। কিন্তু জানা হবে।

    #HabibMaliki

      Comments:
    • ^ eager বানান ভুল আছে। আপনার চোখে পড়া উচিৎ ছিলো।

    26-Jan-2019 7:44 am

  • Published
    26-Jan-2019