Post# 1548463964

26-Jan-2019 6:52 am


এই এপিসোড থেকে শিক্ষা, এখন পর্যন্ত :


উলামাদের আন্দোলনে যাওয়া উচিৎ না। ফতোয়া দেয়া পর্যন্ত শেষ। যেমনটা ভারতের দেওবন্দ করছে। সমস্যার জায়গায় বিরোধি ফতোয়া দিয়ে দিলো। এবং এর পর ব্রেক, check yourself.

তবে এটা সম্ভবতঃ বাংলাদেশে হবে না কারন এই দেশে আন্দোলন করাকে গ্লোরিফাই করা হয়। প্লাস, দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিলো বৃটিশ বিরোধি আন্দোলনের মাধ্যমে। এটাকে সামনে রাখা হয়।


আমি এখনো জানি না কোন পক্ষের ভুল ছিলো। আব্দুল মালেক সাহেব overly eager হয়ে ফতোয়া দিয়েছেন। নাকি সাদ সাহেবের ভুল গুলো within limit ছিলো না।

ফিকাহগত ভুলগুলো আমার কাছে বড় কোনো সমস্যা মনে হয় নি। যদিও understandably উলামাদের বিচারের মানদন্ড ভিন্ন। আমার কাছে exaggeration টা ছিলো মূল সমস্যা।


আর তবলিগের সমস্যা তবলিগ ওয়ালারাই সমাধান করবে। যেমন হাজবেন্ড ওয়াইফের মাঝে ঝগড়া তারাই মিটমাট করবে। এখানে অন্যের কোনো সুযোগ নেই। নাক গলানোর চেষ্টা করা ভুল। যতক্ষন না তালাক দিয়ে দেয়। সমাজের দায়িত্ব আসবে এর পরে।

26-Jan-2019 6:52 am

Published
26-Jan-2019