Post# 1548410086

25-Jan-2019 3:54 pm


"হানাফি বা সালাফি দুটার মাঝে কোনটা বেশি সঠিক?"

এটা নিয়ে ছেলেপেলেরা একটা সিগনিফিকেন্ট সময় ব্যয় করে। নিচে আমার অবস্থান।

ধরে নিলাম এর মাঝে কোনো একটা অন্যটা থেকে বেশি সঠিক। কিন্তু হলেও পার্থক্যটা এত বেশি না, যে আমল করে কভার করা যাবে না।

যেমন ধরলাম হানাফি বেশি সঠিক। এখন সালাফি কোনো ভাই যদি তাকওয়া আর আমলের দিক থেকে অল্প কিছু বেশি করে, তবে সে হানাফি ভাইয়ের থেকে এগিয়ে যাবে। যদিও সে অপেক্ষাকৃত কম সঠিকটার উপর আমল করছে।

আর সত্যিকারে আল্লাহ তায়ালা আমাদের যত সময় দিয়ে রেখেছেন তাতে অল্প না, আমল অনেক বেশি করা সুযোগ আছে।

তাই আমার কাছে,

- কোনটা অপেক্ষাকৃত বেশি সঠিক, এই রিসার্চে প্রচুর সময় ব্যয় করা। এর অর্থ আমার সময়টা খুব একটা কাজে লাগানো হলো না।

- কোনটা ঠিক এটা নিয়ে তর্কে লিপ্ত হওয়া। আমার সময় কিছুটা খারাপ কাজে ব্যয় হলো। ঝগড়া, ঘৃনা, একগুয়েমির দিকে যাওয়া হবে।

- সময় পুরোটা বিপরিতপক্ষকে আক্রমন করে করে ব্যয় করা। আমি ক্ষতিগ্রস্থ হচ্ছি। এর দ্বারা শুধু আমার ইগো বুস্ট হচ্ছে আর কিছু না। যত জায়গায় আমি আক্রমনে সিমা অতিক্রম করছি সবগুলো আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন আমার দিকে - দুনিয়াতে।

    Comments:
  • যতক্ষন পর্যন্ত জনগনকে জিজ্ঞাসা করা হবে "কাকে নেতা বানাত চাও?" এবং তাদের দেয়া উত্তরের উপর নেতা নির্ধারন করা হবে। ততক্ষন পর্যন্ত জনগনের একটা দায়িত্ব আছে। এটা না থাকলে কোনো দায়িত্ব নেই।

    এটা ২০০৬ পর্যন্ত ছিলো। এর পর আর নেই। এখন নেই এটা স্পষ্ট।

25-Jan-2019 3:54 pm

Published
25-Jan-2019