Post# 1548377349

25-Jan-2019 6:49 am


Doesn't concern me বলে একটা কথা আছে।

যেমন : আমেরিকায় কে প্রেসিডেন্ট হলো এটা নিয়ে আমাকে আখিরাতে জবাবদিহি করতে হবে না। আমাকে আল্লাহ তায়ালা যে দায়িত্ব দিয়েছেন শুধু সেগুলোর ব্যপারে জবাবদিহি করতে হবে।

আমার দায়িত্ব আমি নিজে, মূলতঃ এবং সম্পুর্ন। এর পর আমার পরিবার। এলাকার নেতা আমি না হলে এলাকার ব্যপারে আমার দায়িত্ব নেই।

মন্দ দেখলে "এনকার" করতে হবে, মানে অপছন্দ। যেমন আমেরিকার প্রেসিডেন্ট যদি মুসলিমদের জন্য মন্দ কেউ হয় এবং এটা যদি আমি পছন্দ করে চিয়ার করি তবে এটা আমার গুনাহ। আমাকে জবাবদিহি করতে হবে। অপছন্দ করলে আমার দায়িত্ব শেষ।

"আমেরিকার প্রেসিডেন্ট" বলে একটা উদাহরন দিলাম। প্রয়োগ করতে হবে আরো কাছের ব্যপারে। আশে পাশের সব কিছুর ব্যপারে।

    Comments:
  • ^ গনতন্ত্রে নেতা নির্বাচনের দায়িত্ব জনগনের। দেশে গনতন্ত্র না থাকলে সাধারন নাগরিক হিসাবে সেই দায়িত্ব আর নেই।

25-Jan-2019 6:49 am

Published
25-Jan-2019