"ঘনাদা" এর একটা গল্প ছিলো "ছড়ি"। সেখানে এম্বারগ্রিস এর কাহিনি প্রথম পড়া। এম্বারগ্রিস কালেকশনের জন্য স্পার্ম তিমি মারতে গিয়ে দক্ষিন মেরুতে। আজকে জানলাম এই গল্পগুলো ১৯৪০ এর দিকে লিখা। ৭০ এর দিকে এদেশে মানুষ এগুলো পড়তো। হুমায়ুন আহমেদ বা অন্যরা তখনো আসনি।
এম্বারগ্রিসের উপর ফিয়েচার। দাম ঐ সময়ে যত বেশি ধারনা করেছিলাম, অত না।
- Comments:
- এখানে আছে গল্পটা
https://www.ebanglalibrary.com/%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BF/
https://www.ebanglalibrary.com/%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BF/