Post# 1548294620

24-Jan-2019 7:50 am


"Question everything"


দ্বিনের ব্যপারে আমার বিশ্বাস অন্ধ, কোনো যুক্তির উপর নির্ভর করে না। এর পরও অন্ধ বিশ্বাস আমাকে বিপথগামিতা থেকে বাচাবে এমন কোনো নিশ্চয়তা নেই। অন্যকে আমি এই পথে ডাকি না।

বরং যে যেটায় কমফোর্টেব্যল।


এক ছেলের কথা শুনছিলাম। রাসুলুল্লাহ ﷺ কে ৩০ বার স্বপ্নে দেখেছে। আবার দাজ্জালকে দেখেছে ১০ বার। এটা কমন ট্রেন্ড এই জেনারেশনে।

উপরের জন না। অন্য এক জনের সাথে কথা সেও দাজ্জালকে দেখেছে।

জিজ্ঞাসা করলাম, "কি বললো?"

"বললো, মানুষের বিচার করার জন্য আমি খোদা দুনিয়াতে নেমে এসেছি। মানুষকে জান্নাতে বা আগুনে পাঠাবো।"

"কিন্তু কিয়ামত হয় নি? তার আগেই?"

"বললো কিয়ামত হবে না। আমি কোরআন শরিফে মিথ্যা কথা বলেছি। মিথ্যা বলেছি মানুষের মঙ্গলের জন্য। এবং আমি এটা করতে পারি। যা ইচ্ছা করতে পারি। এই মিথ্যাটা না বললে মানুষ দ্বিধায় পড়ে যেতো।"


দাজ্জাল কবে আসবে আমি জানি না। তবে উপরের ডায়লগটা "question everything" এর একটা এক্সট্রিম ভার্শন। এটা যদি ঠিক হয়, এবং ঘটনা যদি ঐ সময়ে এরকমই হয় তবে এখন খুব দ্রুত question everything এর ট্রেন্ড বাড়তে থাকবে।

কিন্তু আমার বিশ্বাস অন্ধ। আমি question করি না।


এরপর একজন শিয়ার কথা চিন্তা করি। তার আশে পাশে "অধিকাংশ" মুসলিমই শিয়া। সে যদি question না করে তবে শিয়া অবস্থায় তার মৃত্যু হবে। সাহাবা কিরামদের লানত দিতে দিতে, যে লানত তার উপর পড়বে।

কিন্তু সে জানে না। কারন সে question করে না।


দুটো এক্সট্রিমের কথা বললাম। তবে কতটুকু question করবো, কতটুকু করবো না?

cont...

#HabibBlindFaith

24-Jan-2019 7:50 am

Published
24-Jan-2019